যে ছেলেটি ছোট্ট অতি পায় না খেতে ভাত 
ক্ষুধার জ্বালায় ছটফটিয়ে কাটায় যাদের রাত। 
আমার লেখা তাদের তরে, তাদের তরে ভাই 
দারিদ্রতার মাঝে যাদের সুখের ছোয়া নাই।

স্বপন ভেলায় শুয়ে শুয়ে কাটে না যার রাত 
দারিদ্র আর ক্ষুধা নিয়ে আসে নও প্রভাত। 
রাতের শেষে নতুন সূর্য উঠে প্রতিদিন ঠিক 
নতুন করে বাঁচার আশা শুধুই কাল্পনিক। 
ব্যাগ ভরে যে রাস্তা থেকে নতুন স্বপ্ন আনে 
সে কি বন্ধু তোমার মত স্বপ্ন দেখতে জানে? 
স্পর্ধাতে যার তোমার মনে প্রশ্ন জাগে ভাই- 
‘কি করে যে বল তাকে মানুষ বলা যায়’?

কিসের এত গর্ব তোমার কিসের অহংকার 
জন্ম যদি নিতে তুমি গর্ভে তাহার মা’র- 
তুমিও ঠিক তাদের মত হতে পথের ছেলে 
আহার শুধু জুটতো তোমার কুড়িয়ে কিছু পেলে।

১৪ জুন, ২০১০ সকাল ৭টা